গত ১ বছরে ১ হাজার ৩৬ জন কর্মচারী নিয়োগ করেছে বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২২ জুলাই '২২):- গত একবছরে ১ হাজার ৩৬ জন কর্মচারী নিয়োগ করেছে 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)। ২০২১ সালের ৩০ জুন মাসে যেখানে ব্যাঙ্কের মোট কর্মী ছিল ৬০,২১১ সেখানে ২০২২ সালের ৩০ জুন কর্মী সংখ্যা বেড়ে হয়েছে ৬১,২৪৭; অর্থাৎ ১ বছরে 'বন্ধন ব্যাঙ্ক' নিয়োগ করেছে ১,০৩৬ জন কর্মচারী। 
'বন্ধন ব্যাঙ্ক'-এর প্রথম ত্রৈমাসিকের ফলাফল থেকে আজ এই তথ্য উন্মোচিত হয়েছে। 

'বন্ধন ব্যাঙ্ক' কর্তৃপক্ষ আজ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, "বর্তমান অর্থবর্ষে দেশজুড়ে আরো ৫০০ টা নতুন শাখা খোলার পরিকল্পনা গ্রহণ করেছে ব্যাঙ্ক", সুতরাং আশা করা যেতেই পারে এই অর্থবর্ষে আরো বেশি কর্মচারী নিয়োগ করবে 'বন্ধন ব্যাঙ্ক'। 

এক বছরে ৫৮ টা এটিএম বন্ধ করেছে বন্ধন ব্যাঙ্ক 

কর্মী নিয়োগ করলেও চলতি অর্থবর্ষে বেশ কিছু এটিএম (ATM) পরিষেবা বন্ধ করেছে 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)। ব্যাঙ্কের বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল (Q1 FY22) থেকে এই তথ্য স্পষ্ট হয়েছে। 
ব্যাঙ্কের প্রথম ত্রৈমাসিকের ফলাফল থেকে দেখা গেছে গতবছর এই সময় ২০২১ সালের ৩০ জুন 
'বন্ধন ব্যাঙ্ক'-এর মোট এটিএম ছিল ৪৮৭, এই বছর ২০২২-এর ৩০ জুন 'বন্ধন ব্যাঙ্ক'-এর এটিএম কমে দাঁড়িয়েছে ৪২৯, অর্থাৎ গত ১ বছরে 'বন্ধন ব্যাঙ্ক'-এর এটিএম কমেছে ৫৮ টা। 

এক নজরে প্রথম ত্রৈমাসিকের ফলাফল :-

আজ কোলকাতায় বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত করেছে 'বন্ধন ব্যাঙ্ক'। ফলাফল বলছে ...

¤ গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ২০ শতাংশ বেড়ে হয়েছে ৯৬,৬৪৯ কোটি টাকা।

¤ গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মোট আমানতের পরিমান ২০ শতাংশ বেড়ে হয়েছে ৯৩,০৫৭ কোটি টাকা।

¤ গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কাসা 'কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট' সংক্ষেপে কাসা (CASA)-এ আমানত বৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।

¤ গতবছরের তুলনায় কাসা অনুপাত বেড়েছে .৩ শতাংশ (বর্তমানে কাসা অনুপাত ৪৩.২ শতাংশ, গতবছর ছিল ৪২.৯ শতাংশ)। 

¤ মোট আমানত-এর মধ্যে রিটেল ব্যবসার অনুপাত ৭৯ শতাংশ

ব্যাঙ্কের বক্তব্য অনুযায়ী, ৩০শে জুন, ২০২২ অবধি 'বন্ধন ব্যাঙ্ক'-এর মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ১,৮৯,৭০৬ লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের ৩৬ টা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ৩৪ টা প্রদেশে উপস্থিত ৫,৬৪০ ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে এই ব্যবসা এসেছে। 

'বন্ধন ব্যাঙ্ক'-এর আমানতের পরিমান গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ২০ শতাংশ বেড়েছে। বর্তমানে মোট আমানতের পরিমান ৯৩,০৫৭ কোটি টাকা। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় কাসা ( কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪৩.২ শতাংশ। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট প্রদত্ত ঋণের পরিমান এখন ৯৬,৬৪৯ কোটি টাকা। 

'ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও' সংক্ষেপে সিএআর (CAR) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, 'বন্ধন ব্যাঙ্ক'-এর ক্ষেত্রে সিএআর এখন ১৯.৪% শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি। 

দেশের সকল উপভোক্তাদের কাছে পৌঁছনোর লক্ষ্যে 'বন্ধন ব্যাঙ্ক' এই অর্থবর্ষে দেশ জুড়ে ৫০০ টা নতুন শাখা খোলার পরিকল্পনা করেছে। এসএমই লোন, গোল্ড লোন,পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে ব্যাঙ্ক নিজের পোর্টফোলিও বিস্তারের লক্ষ্য নিয়েছে। 

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Founder, M.D. & C.E.O.) চন্দ্রশেখর ঘোষ (Chandra Sekhar Ghosh) জানিয়েছেন, “চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক ব্যাঙ্কের জন্য ভালো কেটেছে, গত অর্থবর্ষের সমকালের তুলনায় এবার বন্ধন ব্যাঙ্ক এর প্রভূত ব্যবসায়িক বৃদ্ধি হয়েছে। আমাদের ডিস্ট্রিবিউশন ও প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির সাথে সাথে সকল দেশবাসীকে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতেও আমরা সমর্থ। আমরা কোটি কোটি দেশবাসীর বিশ্বাস অর্জন করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি।"

Comments