ব্যাঙ্ক বিজাতীয়করণের বিরুদ্ধে কোলকাতায় ব্যাঙ্ক আধিকারিকদের বিক্ষোভ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৯ জুলাই '২২):- ব্যাঙ্ক বিজাতীয়করণের বিরুদ্ধে আজ কোলকাতার রাস্তায় বিক্ষোভ দেখিয়ে পথসভা করলেন ব্যাঙ্ক আধিকারিকদের সর্বভারতীয় সংগঠন 'অল ইণ্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন' (All India Nationalised Bank Officers Federation) সংক্ষেপে এআইএনবিওএফ (AINBOF)।

পথসভার আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এআইএনবিওএফ-এর সাধারণ সম্পাদক (General Secretary of AINBOF) সঞ্জয় দাস (Sanjoy Das) জানান, "আজ এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ব্যাঙ্ক পরিষেবা। একদিকে যখন ব্যাঙ্কের জাতীয়করণের ৫৩ বছর পূর্ণ হচ্ছে, ঠিক তখন ব্যাঙ্ক বিজাতীয়করণের জন্য মুখিয়ে আছে ভারত সরকার।"

সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করতে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকগণ জানান, "ব্যাঙ্ক জাতীয়করণের পর প্রথমদিকে একটা ব্যাঙ্কও সমস্যার সম্মুখীন হয়নি। অথচ ১৯৯১ সালের পর থেকে আজ পর্যন্ত ৩৮ টা বেসরকারী ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে।"

স্বাধীনতার ৭৫ বছর বাদে দেশ যখন বিভিন্ন ক্ষেত্রে 'আত্মনির্ভর' হওয়ার চেষ্টা করছে তখন ব্যাঙ্ক পরিষেবাকে বিজাতীয়করণ করার প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের সংগঠনের বক্তব্য তুলে ধরতে গিয়ে এআইএনবিওএফ-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস আরো জানিয়েছেন, "আজ যদি ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়ার জায়গায় পৌঁছে থাকে তাহলে তার জন্য দায়ী ভারত সরকারের কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত। দেবীলাল-এর ঘোষিত সিদ্ধান্ত যেমন অনেকক্ষেত্রে ঋণগ্রাহকদের ঋণ পরিশোধের অনীহা বাড়িয়েছে, ঠিক তেমনি ভাবে বর্তমান কেন্দ্রীয় সরকারের বেশ কিছু হঠকারী নীতির ফলে দেশের অনেক ঋণগ্রহীতা ঋণ গ্রহণের পর বিদেশে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকতেও সমর্থ হচ্ছে। কার্যত সরকারের এই নরমপন্থী রাজনৈতিক মনোভাবই ব্যাঙ্ক ব্যবস্থাকে কার্যত লণ্ডভণ্ড করে দিয়েছে।
শুধুমাত্র বড়ো পূঁজিপতি ব্যাবসায়ী গোষ্ঠীর ইচ্ছাকৃত ভাবে ঋণখেলাপী থাকার মানসিকতা ও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দীর্ঘকালীন মৌনতা দেশের সাধারণ নাগরিকদেরও অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে। "

ভবিষ্যতে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)- এর কথা মাথায় রেখে আজ সায়াহ্নে ব্যাঙ্ক আধিকারিকগণ সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে একদিকে যেমন পথে নামতে দ্বিধাবোধ করেননি, তেমনই জনগণের সুবিধার কথা মাথায় রেখে সরকারের জনকল্যাণমূলক কাজের সাথে নিজেদের দৈনন্দিন কর্মতৎপরতা প্রকাশ করতেও কার্পণ্য বোধ করেনি।



Comments