এই বছর রনি রায় ও পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ পেল প্রবীর জয়সোয়াল


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৭ জুলাই '২২):- এই বছর রনি রায় ও পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ (Roni Roy, Pinki Roy Memorial Scholarship '22) পেল উত্তর কোলকাতার ৪, যুগলকিশোর দাস লেন-এর মেধাবী ছাত্র প্রবীর জয়সোয়াল (Prabir Joyswal)।
প্রবীর এই বছর ৯০ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, জনৈক ইলেকট্রিক মিস্ত্রি-র ছেলে হয়েও ভবিষ্যতে 'ভারতীয় প্রশাসনিক কৃত্বক' (Indian Administrative Service)-এ যোগদানের স্বপ্নকে সাথে নিয়ে প্রবীর এবার স্নাতকস্তরের পঠনপাঠনের সাথে যুক্ত হবে।

আজ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মন্ত্রী ডাঃ শশী পাঁজা, রাজ্য তৃণমূল কংগ্রেস-এর প্রবক্তা কুনাল ঘোষ, সঞ্জয় রায়, শিউলি রমানি গোমস, রাজীব গোলচা ও অনামিকা ঘোষ সহ একাধিক বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে উত্তর কোলকাতার সুকিয়া স্ট্রিট (Sukia Street)-এ অবস্থিত 'বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দির' (Barowari Vrindaban Matri Mandir) আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চ থেকে প্রবীর জয়সোয়াল-এর হাতে স্কলারশিপের টাকা তুলে দেন রায় পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কোরোনা অতিমারীর সময় 'আজকাল' পত্রিকার ক্রীড়া বিভাগের চিত্র সাংবাদিক তথা কোলকাতার অন্যতম খ্যাত আলোকচিত্রী রনি রায় প্রয়াত হন। রনি-র মৃত্যুর কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন তাঁর স্ত্রী পিঙ্কি রায়। এঁদের দুজনের পুণ্য স্মৃতি রক্ষার্থে আজ এই স্কলারশিপ দিল রায় পরিবার।


এই বছর 'বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দির'-এর মাতৃ আরাধনা ১১৩ বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুজো মণ্ডপ নির্মাণ শুরুর আগে আজ এই সংগঠন সেরে ফেলল তাদের খুঁটিপুজো। বাৎসরিক মাতৃ বন্দনা-র প্রাক্কালে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এখানকার পুজো আয়োজকগণও তাঁদের পুজোর খরচ বাঁচিয়ে ৪ লাখ টাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ঘরের ৪০ জন মেধাবী ছাত্রছাত্রীর হাতে সমভাবে বন্টন করছে।  

Comments