সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ভারত ও বাংলাদেশ সরকারকে আরো নিবিড় ভাবে চলতে হবে : আতিউর রহমান

হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (১৭ জুলাই '২২):- "দুই দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ভারত ও বাংলাদেশ সরকারকে আরো নিবিড় ভাবে চলতে হবে," বলে আজ ব্যক্তিগত মত প্রকাশ করলেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাঙ্ক (Bangladsh Central Bank)-এর প্রাক্তন গভর্নর (Former Governor) তথা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা (Advisor, Prime Minister of Bangladesh)আতিউর রহমান (Atiur Rahman)।

'ডেটলাইন মিডিয়া প্রাইভেট লিমিটেড' ও হেডলাইন ত্রিপুরার যৌথ উদ্যোগে কোলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club)-এ আয়োজিত 'রিজিওনাল কানেকটিভিটি অ্যাণ্ড ইন্দো বাংলাদেশ ইকনমিক এক্সপেনশন' (Regional Connectivity & Indo-Bangladesh Economic Expansion) শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্য পেশ করতে গিয়ে রহমান সাহেব এই কথা বলেন।


দুই দেশের অর্থনীতি ও তার বিভিন্নতার উপর নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এই আলোচনা সভার অন্যতম বক্তা তথা 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Founder, M.D. & C.E.O.) চন্দ্রশেখর ঘোষ জানান, "এই মুহুর্তে কিছু কিছু ক্ষেত্রে ভারতের থেকে বাংলাদেশের অগ্রগতি বেশ চোখে পড়ছে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটির আশেপাশে কিন্তু সেখানে ব্যাঙ্ক রয়েছে ৬২ টা অথচ ১৩০ কোটি জনসংখ্যার ভারতে ব্যাঙ্ক রয়েছে ৩২ টা।"

রহমান সাহেব, শ্রী ঘোষ ছাড়াও আজকের আলোচনা সভার মঞ্চে উপস্থিত ছিলেন 'দৈনিক স্টেটসম্যান' পত্রিকার পূর্বতন সম্পাদক মানস ঘোষ ও 'কোলকাতা প্রেস ক্লাব'-এর সভাপতি স্নেহাশিস সুর।

Comments