রজতজয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠানে সমাজের স্বনামধন্য ব্যক্তিদের সংবর্ধিত করতে চলেছে সিলভার পয়েন্ট স্কুল


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৬ জুলাই '২২):- রজতজয়ন্তী বর্ষ (Silver jubilee)-র সমাপন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন বর্গের স্বনামধন্য ব্যক্তিদের সংবর্ধিত করতে চলেছে 'সিলভার পয়েন্ট স্কুল' (Silver Point School)।
আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের লিখিত বয়ান অনুযায়ী, "আগামী ২৬ জুলাই অনুষ্ঠান মঞ্চ থেকে জ্যোতির্পদার্থবিদ ও শিক্ষাবিদ ডঃ দেবীপ্রসাদ দুয়ারী, দাঁড়কাক খ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, ওড়িশি নৃত্যশিল্পী অলকা কানুনগো, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, সাংবাদিক বিশ্ব মজুমদার সহ সমাজের বিভিন্ন বর্গের আরো কিছু ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।"

বলে রাখা ভালো, ১৯৯৭ সালের ২৬ জুলাই বালিগঞ্জ-কসবা অঞ্চলের ৩১/১, এন সি চৌধুরী রোড-এ প্রয়াত পান্নালাল রায়চৌধুরী ও বানী রায়চৌধুরী-র হাত ধরে মাত্র ৪ জন ছাত্র নিয়ে গড়ে ওঠে 'সিলভার পয়েন্ট স্কুল'।
সময়ের স্রোতে ভাসতে ভাসতে প্রতিষ্ঠার ৮ বছর বাদে ২০০৫ সালে এই বিদ্যালয় প্রথমে 'পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ' (WBBSE)-এর স্বীকৃতি পায়, পরে ২০১২ সালে 'পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ' (WBCHSE) থেকে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের অনুমোদন লাভ করে, এই বছর কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ (CBSE) থেকে পূর্ণাঙ্গ অনুমোদন প্রাপ্ত হয়েছে। বর্তমানে এই বিদ্যালয়ে ১,৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

আগামী ২৬ জুলাই কোলকাতার 'মধুসূদন মঞ্চ' (Madhusudan Manch)-এ রজতজয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠানে মিলিত হচ্ছে 'সিলভার পয়েন্ট স্কুল'-এর শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতি, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রজতজয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকবেন, কোলকাতার মহানাগরিক ফিরহাদ (ববি) হাকিম (Firhad Hakim), সিবিএসসি-র তরফে ডঃ অখিলেশ কুমার (Dr. Akhilesh Kumar) ও রামকৃষ্ণ মিশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, বেলুড় মঠ এর সন্ন্যাস স্বামী বেদাতিতানন্দ মহারাজ (Swami Vedatitananda Maharaj) সহ একাধিক বরেণ্য ব্যক্তি। 

Comments