১ বছরের মধ্যেই কোলকাতা থেকে ৩০০ জন তথ্য প্রযুক্তি কর্মী নিয়োগ করবে ম্যান্টিক


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ জুলাই '২২):- "১ বছরের মধ্যেই (২০২৩ শেষ হওয়ার আগেই) কোলকাতা থেকে ৩০০ জন তথ্য প্রযুক্তি কর্মীকে নিয়োগ করবে ম্যান্টিক," বলে সংবাদমাধ্যমের সামনে লিখিত বিবৃতি জারি করল ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রযুক্তি কোম্পানী 'ম্যান্টিক' (Maantic)।

আজ সকালে প্রথমে 'ম্যান্টিক'-এর পদস্থ কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে টেকনোপলিস বিল্ডিং-এ 'ম্যান্টিক'-এর অফশোর ডেভলপমেন্ট সেন্টার (Offshore Development Centre) সংক্ষেপে (ODC)-র শুভারম্ভ করেন নবদিগন্ত ইণ্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি-র অধ্যক্ষ (Chairman of Nabadiganta Industrial Township Authority) দেবাশিস সেন (Debashis Sen)।


কার্যালয় উদ্বোধনের পরে কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সমবেত হয়ে 'ম্যান্টিক'-এর পদস্থ কার্যকর্তাগণ সাংবাদিকদের সামনে উপরিউক্ত বক্তব্য পেশ করেন।
'ম্যান্টিক' (Maantic Inc)-এর প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Founder & CEO) হ্যারি আইয়ার (Harry Iyer) বলেন, " ক্যালিফোর্নিয়া ভিত্তিক অগ্রগণ্য মার্কিন তথ্য প্রযুক্তি কোম্পানী 'ম্যান্টিক' তার বৈশ্বিক মক্কেলদের (Global Clients) পরিষেবা দেওয়ার জন্য কোলকাতাতেই সবচেয়ে বড়ো ট্যালেন্ট হাব (Talent Hub) গড়ে তুলতে চায়। তারই ফলশ্রুতি রূপে ২০২৩ শেষ হওয়ার আগেই কোলকাতা থেকে ৩০০ তথ্য প্রযুক্তি কর্মীকে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে 'ম্যান্টিক'।"


অন্যদিকে সংস্থার ডিজিটাল প্রসেস অটোমেশন বিভাগের কোলকাতা শাখার প্রধান ( Centre Head Kolkata) শীর্ষেন্দু সেনগুপ্ত (Shirsendu Sengupta) জানিয়েছেন, " কোলকাতা শাখায় কাজ শুরুর পর প্রথম দিকে 'ম্যান্টিক' ডিজিটাল প্রসেস অটোমেশন (DPA), বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট (BPM), রোবটিক প্রসেস অটোমেশন (RPA) সহ ক্লাউড সার্ভিসসেস (Cloud Services) এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM)-এর মতো বেশ কিছু পরিষেবা দেবে।"

প্রসঙ্গত বলে রাখা ভালো, এই মুহুর্তে বিশ্বে 'ম্যান্টিক'-এর হয়ে ৫০০-র বেশি তথ্যপ্রযুক্তি কর্মী (500+ IT Professional) কর্মরত আছেন।

Comments