বিদ্যালয়ের পড়ুয়াদের বাংলা চলচ্চিত্রমুখী করতে এগিয়ে এলো কুচিনা



হীরক মুখোপাধ্যায় 
কোলকাতা (১১ জুলাই '২২):- কোরোনা আবহে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিদ্যায়তনের দরজা পুরোপুরি অবরুদ্ধ থাকার ফলে যখন দেশের শিক্ষা ব্যবস্থার উপর ঘণ কালো মেঘ জমেছে, ঠিক সেই সময় বিদ্যালয়ের পড়ুয়াদের আরো বেশি করে বিদ্যালয়মুখী করার বদলে 'বাংলা চলচ্চিত্রমুখী' করার এক বিরল মহতী উদ্যোগ নিল 'কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেড' (Kutchina Home Makers Private Limited)।

সংস্থার নির্দেশক আরিয়ান বাজোরিয়া (Areyan Bajoria)-র বক্তব্য অনুযায়ী, "কোলকাতার উপরের সারির ২০ টা বিদ্যালয় 'কুচিনা'-র এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে নিজেদের নাম নথিভুক্তি করেছে।"

প্রসঙ্গত বলে রাখা ভালো, ২০১৭ সালে নির্মাণ শুরু হয়েছিল এই প্রয়াসের। গত ৮ জুলাই লিণ্ডসে স্ট্রীটে অবস্থিত iNIFD ক্যাম্পাসে 'ইস্কুলে বায়োস্কোপ' (Iskule Bioscope)-এর পোস্টার প্রকাশিত (Poster Release) হয়েছে।


পোস্টার মুক্তি-র পরে অনুষ্ঠানের মুখ্য আয়োজক (Chief Organiser) কৌশিক চক্রবর্তী (Koushik Chakraborty) জানিয়েছেন, "এই মুহুর্তে বাঙ্গালী তাঁদের বাঙালিয়ানা হারাতে বসেছে। বাংলার সংস্কৃতির সাথে ওতোপ্রতভাবে জড়িত রয়েছে বাংলা চলচ্চিত্র, অথচ আম বাঙালী এখন আগের মতো হইহই করে বাংলা চলচ্চিত্র দেখা বন্ধ করেছে। বাংলা চলচ্চিত্রকে ভুলে যাওয়া মানে নিজের সংস্কৃতিকেই ভুলে যাওয়া। নব প্রজন্মের বাঙালীরা যাতে তাদের নিজেদের শিকড়কে চিনতে শেখে তার জন্যই আমাদের এই অভিনব প্রয়াস।"

Comments