ভারতের বাজারে এলো Eiv 12 শৃঙ্খলার ব্যাটারি চালিত বাস

ভারতের বাজারে এলো EiV 12 শৃঙ্খলার ব্যাটারি চালিত বাস


হীরক মুখোপাধ্যায় 

চেন্নাই (১৪ জুন '২২):- ভারতের বাজারে এলো EiV 12 শৃঙ্খলার ব্যাটারি চালিত বাস। স্যুইচ মোবিলিটি লিমিটেড (Switch Mobility Ltd.)-এর তরফ থেকে আজ এই যানগুলো জাতির উদ্দেশ্যে সমর্পণ করা হয়।

ব্যাটারি চালিত যান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য :- 

আজ জাতির উদ্দেশ্যে Eiv 12 শৃঙ্খলার ব্যাটারি চালিত বাস লোকার্পণ করার সময় স্যুইচ মোবিলিটি লিমিটেড (Switch Mobility Ltd.)-এর চেয়ারম্যান ধীরাজ হিন্দুজা (Dheeraj Hinduja) এবং স্যুইচ মোবিলিটি ইণ্ডিয়া (Switch Mobility India)-র নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা স্যুইচ মোবিলিটি লিমিটেড (Switch Mobility Ltd.)-এর মুখ্য কর্মাধিকারিক মহেশ বাবু (Mahesh Babu) একযোগে জানান, "এই মুহুর্তে Eiv 12 low entry এবং Eiv 12 standard এই দুই বিভাগে পাওয়া যাবে ব্যাটারি চালিত বাসগুলো।

একবার চার্জ দিলে এই বাসগুলো ৩০০ কিলোমিটার চলবে।

শহরের মধ্যে বা আলাদা আলাদা শহরের মধ্যে চলাচলের ক্ষেত্রে আদর্শ হওয়ার পাশাপাশি এই বাস বিভিন্ন সংস্থার কর্মচারী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিমানবন্দরের টারম্যাকে ব্যবহারের উপযোগী করে বানানো হয়েছে।"

পরিবেশ বান্ধব যান :-

বর্তমান সময়ে সমগ্র বিশ্ব যখন কার্বন-ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাসের প্রভাবে প্রায় পর্যুদস্ত হয়ে পড়েছে, তখন ভারতের মতো দেশে ব্যাটারি চালিত এই ধরনের বাসের আগমন নিঃসন্দেহে এক আশার বিষয়।

নির্মাণকারী সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য :-

কার্বন নিউট্রাল ইলেকট্রিক বাস এবং হালকা বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক রূপে চিহ্নিত স্যুইচ মোবিলিটি লিমিটেড (Switch Mobility Ltd.)

Comments