ইসকনের কোলকাতা শাখার ৫১ তম রথযাত্রার সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২৯ জুন '২২):- "এই বছর 'ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনশাসনেস' (International Society Of Krishna Consciousness) সংক্ষেপে 'ইসকন' (ISKCON)-এর কোলকাতা শাখার ৫১ তম পবিত্র রথযাত্রার শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
আজ গুরুসদয় দত্ত রোডে অবস্থিত 'ইসকন হাউজ'-এ এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন ইসকন কোলকাতার কর্তৃপক্ষ।

ইসকন কর্তৃপক্ষের তরফে সাংবাদিক সম্মেলনে হাজির থেকে সন্ন্যাসী আনন্দমোহন দাস, বল্লভচৈতন্য দাস ও সংস্থার সহাধ্যক্ষ রাধারমন দাস একযোগে জানান, "১৯৭২ সালে কোলকাতার বুকে প্রথম রথযাত্রা শুরু করেছিল ইসকন। সেই হিসেবে গতবছর রথযাত্রার সুবর্ণজয়ন্তী পালন করার কথা ছিল, কিন্তু অতিমারীর কারণে গত প্রায় ৩ বছর সেভাবে ধুমধাম সহকারে রথযাত্রা করা সম্ভব হয়নি।

এই বছর ১ জুলাই দুপুর ২ টোর সময় ৩ সি, এলবার্ট রোড থেকে ইসকন-এর রথযাত্রার শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

কোন পথে রথ যাওয়া আসা করবে :-

১ জুলাই শুক্রবার রথযাত্রার সূচনা হয়ে যাওয়ার পর বলদেব, শুভদ্রা ও জগন্নাথ-এর রথ হাঙ্গারফোর্ড স্ট্রীট, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, আশুতোষ মুখার্জী রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড, আউটরাম রোড হয়ে 'ব্রিগেড প্যারেড গ্রাউণ্ড'-এ প্রবেশ করবে।

১ জুলাই থেকে ৮ জুলাই 'ব্রিগেড প্যারেড গ্রাউণ্ড' হয়ে উঠবে জগন্নাথ দেব-এর 'মাসির বাড়ি'। এই ৮ দিন অপরাহ্ন ৩.৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত প্রভুর মনোরঞ্জনের জন্য বিগ্রহ মূর্তির সামনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্বের ১৫০ টা দেশ থেকে ভক্তরা ইতিমধ্যে কোলকাতায় আসতে শুরু করেছেন। ভিনদেশি এই ভক্তরা এই কদিন তাঁদের নিজেদের মতো করে ভগবানকে ভোগরাগ করাতে পারবেন।

৮ দিন 'মাসির বাড়ি'-তে থেকে ভক্তকুলকে দর্শন দিয়ে প্রভু জগন্নাথ, বলদেব ও শুভদ্রা উল্টো রথযাত্রার দিন অর্থাৎ আগামী ৯ জুলাই (শনিবার) ব্রিগেড প্যারেড গ্রাউণ্ড-এর 'মাসির বাড়ি' থেকে আউটরাম রোড, জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জী রোড, মৌলালী ক্রসিং, সিআইটি রোড, সুরাওর্দী অ্যাভিনিউ, পার্ক সার্কাস ৭ মাথা মোড়, শেক্সপিয়ার সরণী, হাঙ্গারফোর্ড স্ট্রীট হয়ে ৩ সি এলবার্ট রোড-এ অবস্থিত ইসকন মন্দিরে প্রত্যাবর্তন করবেন।

রথের বৈশিষ্ট্য :-

প্রতিবছর ইসকন যে তিনটে রথ পথে বার করে, গঠনের দিক দিয়ে তার মধ্যে বেশ কিছু বৈচিত্র্য আছে।

তিনটে রথের মধ্যে 'বলদেব'-এর রথ আকারে সবথেকে বড়ো।
প্রায় ৩৬ ফুট লম্বা, ৩৮ ফুট উঁচু ও ১৮ ফুট চওড়া এই রথ পথে নামামাত্রই জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ।

আকারের দিক থেকে দ্বিতীয় পর্যায়ে থাকে প্রভু জগন্নাথ দেব-এর রথ।
যদিও প্রায় ৩০ ফুট লম্বা, ৩৬ ফুট উঁচু ও ১৭ ফুট চওড়া এই রথই হয়ে ওঠে রথযাত্রার ভরকেন্দ্র।

আকারে সব থেকে ছোটো হয় শুভদ্রা-র রথ।

তবে ইসকন-এর রথযাত্রার বিষয়ে তথ্য দিতে গিয়ে যে কথা না বললেই নয় তা হল, এই তিনটে রথের মাথার ছাউনিগুলো প্রয়োজন মতো বোতাম টিপে নামানো বা ওঠানো যায়। যার ফলে ট্রামলাইনের তার বা অন্য কিছু 'ইসকন'-এর রথযাত্রার সামনে বাঁধা রূপে উপস্থিত হতে পারে না।

Comments