২২ বছরে পশ্চিমবঙ্গে ২০ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে হণ্ডা : ওগাটা

 

এম রাজশেখর

কোলকাতা (২৯ জুন '২২):- "২২ বছরে পশ্চিমবঙ্গে ২০ লাখ মোটরসাইকেল বিক্রি করতে সক্ষম হয়েছে হণ্ডা," বলে জানিয়েছেন 'হণ্ডা মোটরসাইকেল অ্যাণ্ড স্কুটার ইণ্ডিয়া' (Honda Motorcycle & Scooter India) সংক্ষেপে এইচ এম এস আই (HMSI)-এর ব্যাবস্থাপক নির্দেশক, সভাপতি ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অৎসুসি ওগাটা (Atsushi Ogata)।

আজ সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে জারি করা এক লিখিত প্রেস বিবৃতিতে শ্রী ওগাটা জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে ২০০১ সাল থেকে দ্বিচক্রযান বিক্রি করছে হণ্ডা।
পশ্চিমবঙ্গে প্রথম ১০ লাখ মোটরসাইকেল বিক্রি করতে সময় লেগেছিল ১৭ বছর। তার পরে আর মাত্র ৫ বছরে আরো ১০ লাখ মোটরসাইকেল বিক্রি করতে পেরেছে হণ্ডা।
'অ্যাক্টিভা' (Activa) দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে নেমেছিল হণ্ডা।
পশ্চিমবঙ্গের নব প্রজন্মের কাছে এই মুহূর্তে প্রথম পছন্দের মোটরসাইকেল রূপে স্বীকৃতি পেয়েছে 'অ্যাক্টিভা ৬ জি' (Activa 6 G) ও 'শাইন' (Shine)।"

Comments