গুয়েনার জন্য এম ভি মা লিসা বানিয়ে দিল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

গুয়েনার জন্য এম ভি মা লিসা বানিয়ে দিল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড 


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৬ জুন '২২):- কো-অপারেটিভ রিপাবলিক অব গুয়েনা-র জন্য ২ ইঞ্জিন চালিত 'এম ভি মা লিসা' নামের এক জলযান নির্মাণ করে দিল ভারতের 'গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড'। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এই জলযান গুয়েনা-র হাতে তুলে দেওয়া হয়।

এম ভি মা লিসা সম্পর্কিত স্বল্প ধারণা :-

যাত্রী, সামগ্রী ও যান পরিবহনে সক্ষম ২ ইঞ্জিন চালিত 'এম ভি মা লিসা' ২৮০ জন সাধারণ যাত্রী সহ জলযানের মাঝি মাল্লার নিয়ে আরো ১৪ জনকে বহনে সক্ষম (মোট ২৯৪ জন)। ১৫ নটিক্যাল মাইল গতি সম্পন্ন এই জলযান ২৯৪ জন যাত্রী ছাড়াও ১৪ টা ছোটো গাড়ী, ২ টো ট্রাক এবং ১৪ টা কন্টেনার বহনের উপযোগী।

উদ্বোধক :-


কো-অপারেটিভ রিপাবলিক অব গুয়েনা-র লোক নির্মাণ বিভাগের মন্ত্রী বিশপ জুয়ান এন্টনি এডঘিল-এর স্ত্রী জন অনিতা এডঘিল দুই দেশের একরাশ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে নারকেল ফাটিয়ে ধর্মীয় রীতিনীতি মেনে এই জলযান-এর যাত্রা শুরুর ইঙ্গিত দেন।


Comments