রনি রায় স্মৃতি নামাঙ্কিত ট্রফি জিতে নিল আদিত্য অ্যাকাডেমি

হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৩০ জুন '২২):- প্রয়াত আলোকচিত্রী 'রনি রায়'-এর স্মৃতি নামাঙ্কিত ক্রিকেট প্রতিযোগিতা জিতে গেল বালি-র 'আদিত্য অ্যাকাডেমি'।

গতকাল হাওড়ার 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি' মাঠে এক উত্তেজনাপূর্ণ খেলার শেষে 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি'-কে হারিয়ে 'সারা বাংলা অনূর্ধ ১৩ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট' জিতে নিল 'আদিত্য অ্যাকাডেমি'।

প্রসঙ্গত উল্লেখ্য, কোরোনা অতিমারীর সময় পশ্চিমবঙ্গের ক্রীড়ামোদী জনসাধারণকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন সদাহাস্যময় প্রাণবন্ত ক্রীড়া আলোকচিত্রী রনি রায়।
রনি রায়-এর স্মৃতি কে অমর করে রাখার উদ্দেশ্যে বাংলার অন্যতম ক্রীড়াবিদ তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা হাওড়ার 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি'-তে আয়োজন করেছিলেন এক টি ২০ ক্রিকেট প্রতিযোগিতার। প্রতিযোগিতা শুরুর কমবেশি একমাস পরে গতকাল আয়োজিত হল এই প্রতিযোগিতার অন্তিম পর্ব। 

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি'। নির্ধারিত কুড়ি ওভার শেষে 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি' ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৫ রান।
পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে নেয় 'আদিত্য অ্যাকাডেমি।'
ফাইনাল খেলায় 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি'-র হয়ে সর্বোচ্চ রান করে অগস্থ শুক্লা (৪৪), অন্যদিকে 'আদিত্য অ্যাকাডেমি'-র হয়ে সর্বোচ্চ রান করে স্নেহাশিস রায় (৮৪)।

ফাইনাল খেলায় 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হয় 'আদিত্য অ্যাকাডেমি'-র স্নেহাশিস রায়, অপরদিকে এই টুর্নামেন্টের 'বেস্ট প্লেয়ার' নির্বাচিত হয়েছে শুভমকুমার প্রসাদ, 'বেস্ট ব্যাটসম্যান' নির্বাচিত হয়েছে 'এল আর এস স্পোর্টস অ্যাকাডেমি'-র অগস্থ শুক্লা এবং 'সর্বোচ্চ উইকেট সংগ্রাহক'-এর পুরস্কার জিতে নিয়েছে অশ্বিনী সিং।

বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী ও লক্ষ্মীরতন শুক্লা-র উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রনি রায়-এর পরিবারবর্গ।





Comments