৪৫ দিন বাদে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেলেন এক ব্যক্তি 



হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৬ জুন '২২):- 'মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল'-এর দাবী মতো  তারা আজ এক নতুন সাফল্যের স্বাদ পেল। মিঃ কুমার নামের এক মৃতপ্রায় ব্যক্তিকে দেড় মাস ধরে চিকিৎসা ব্যবস্থার মধ্যে রেখে সুস্থ করে তারা আজ হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে।

হাসপাতালের বক্তব্য :-

টরেন্টোর বাসিন্দা মিঃ কুমার (৫০) ধানবাদে ছুটি কাটাতে এসে অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে ওখানকার এক নার্সিংহোমে কিছুদিন চিকিৎসা করালেও পরে ওখানকার চিকিৎসক আধুনিক প্রাণদায়ী চিকিৎসার সুবিধার্থে রোগীকে কোলকাতার 'মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল'-এ প্রেরণ করেন।

এই বছর এপ্রিল মাসের শেষের দিকে রোগীকে 'মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল'-এ ডাঃ অর্পণ চক্রবর্তী (ইকমো ফিজিসিয়ান ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ) এবং ডাঃ দীপাঞ্জন চ্যাটার্জী (ইকমো ফিজিসিয়ান ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ)-র তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
বিভিন্ন পরীক্ষার শেষে চিকিৎসকরা বুঝতে পারেন মিঃ কুমার অনেকগুলো রোগে ভুগছেন।
তাঁর যেমন এআরডিএস জনিত সমস্যা রয়েছে তেমনি সেপটিক শক জনিত সমস্যাও আছে।
জটিল প্যানক্রিয়াটাইটিস সমস্যায় যেমন তিনি ভুগছিলেন তেমনই ছিল ডায়াবেটিস, নিউমোনিয়া, নিম্ন রক্তচাপ ও সংক্রমণ জনিত বেশ কিছু সমস্যা।

রোগীকে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্ত করতে তাঁকে 'এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রন অক্সিজেনেশন' সংক্ষেপে ইকমো পরে ভেন্টিলেটর ট্রাকিওস্টমি পরিষেবার অধীনে রেখে চিকিৎসা শুরু হয়।
রোগী ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন।
ভর্তির ৪৫ দিন বাদে আজ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

রোগীর পরিবারের :-

রোগীকে সুস্থ হতে দেখে স্বাভাবিকভাবেই বেজায় খুশী রোগীর আত্মীয়স্বজন।

হাসপাতালের দাবী :-

হাসপাতালের মুকুটে আজ সাফল্যের নতুন এক পালক যোগ হলো।

Comments