১০৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া


এম রাজশেখর 

কোলকাতা (২৮ জুন '২২):- আগামী ১ জুলাই কোলকাতার 'প্রাণী বিজ্ঞান ভবন'-এ নিজেদের ১০৭ তম প্রতিষ্ঠা দিবস (Foundation Day) পালন করতে চলেছে 'জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া' (Zoological Survey Of India)। 

১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয় 'জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া'।

'জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া'-র বক্তব্য অনুযায়ী, সংস্থার ১০৭ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। 

'কোলকাতা প্রেস ক্লাব'-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলন-এ অংশগ্রহণ করে 'জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া'-র পক্ষ থেকে নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি জানান, "১০৭ তম প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য অতিথিবর্গের উপস্থিতিতে প্রকাশিত হবে 'দ্য অ্যানিমেল ডিসকভারিজ অ্যাণ্ড প্ল্যান্ট ডিসকভারিজ - ২০২১'।

এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী 'ই কে জানকী আম্মাল' পুরস্কার তুলে দেবেন কয়েকজন প্রাপকের হাতে। বন, পশু ও সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রাণীদের শ্রেণীবিন্যাস-এর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রাপকদের এই পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কার বিতরণীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী 'জুলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়া'-র নিজস্ব প্রকাশনীর কিছু পুস্তকও প্রকাশ করবেন।"

ডঃ ব্যানার্জি আরো জানান, "১০৭ তম প্রতিষ্ঠা দিবস-এ জিএসআই-এর ভাবনা (Theme) 'জীবন ধারা'।" 

প্রতিষ্ঠা দিবস সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করতে গিয়ে ডঃ ব্যানার্জি বলেন, "১০৭ তম প্রতিষ্ঠা দিবসের অঙ্গ রূপে 'জিএসআই' ওইদিন 'বর্ধমান বিশ্ববিদ্যালয়' ও 'পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়'-এর সাথে দুটো পৃথক মউ (Memorandum  of  understanding) চুক্তি স্বাক্ষর করবে।"


Comments