কৃষিকাজ ও কৃষকদের সহায়তার জন্য বাজারে জাফু ও ক্যাপস্টোন আনল রালিস ইণ্ডিয়া লিমিটেড


এম রাজশেখর

কোলকাতা (২৮ জুন '২২):- কৃষিকাজ ও কৃষকদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গের বাজারে 'জাফু' (ZAAFU) ও 'ক্যাপস্টোন' (CAPSTONE) আনল 'টাটা গোষ্ঠী'-র অন্যতম সংস্থা 'রালিস ইণ্ডিয়া লিমিটেড' (RALLIS INDIA LIMITED)।

আজ নিউটাউনের এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে 'জাফু' ও 'ক্যাপস্টোন' সম্পর্কে তথ্য প্রদান করেন রালিস ইণ্ডিয়া লিমিটেড-এর বিপনন বিভাগের সহাধ্যক্ষ সিদ্ধেশ্বর মল্লিক, চিফ অপারেটিং অফিসার এস নাগরাজন, ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সঞ্জীব লাল, বিক্রয় বিভাগের সহাধ্যক্ষ সুখবীর সিং মালিক ও মহাপ্রবন্ধক (পূর্ব) পিনাকী দত্ত গুপ্তা। 

'রালিস ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রদেয় তথ্য অনুযায়ী-

জাফু কী :-

'জাফু' জমিতে ছড়ানোর এক ধরণের উচ্চ ক্ষমতা সম্পন্ন  ছত্রাকনাশক। যা খোলাপচা ও কাণ্ডপচা (Sheath Blight) রোগকে দমন করে।

জাফু-র সুবিধাসমূহ :-

¤ খোলাপচা এবং কাণ্ডপচা রোগের ক্ষেত্রে 'জাফু' এক দীর্ঘকালীন নিয়ন্ত্রণ।
¤ 'জাফু' ধানের জন্য এমনই এক দানাদার ছত্রাকনাশক যা সহজে প্রয়োগ করা যায়।
¤ 'জাফু' এক ধরণের অন্তর্বাহী ছত্রাকনাশক, এর ব্যবহারে জীবানুর নাশ হয়।
¤ 'জাফু' খুব সহজে জলে গুলে যায় ও দ্রুত ছড়িয়ে পড়ে।

জাফু-র ব্যবহার প্রণালী :-

¤ বীজতলা থেকে ধানের চারা মূল জমিতে রোপণের ২৫ দিন থেকে ৬৫ দিনের মধ্যে বালি অথবা ইউরিয়া সারের সাথে মিশিয়ে 'জাফু' জমিতে প্রয়োগ করতে হয়।
¤ একর প্রতি ৪ কেজি 'জাফু' প্রয়োগ করতে হয়।
¤ 'জাফু' প্রয়োগের সময় জমিতে ৩ থেকে ৫ সেন্টিমিটার জল দাঁড়িয়ে থাকতে হবে
¤ 'জাফু' প্রয়োগ পর ২ দিন জমিতে ৩ থেকে ৫ সেন্টিমিটার জল দাঁড়িয়ে থাকতে হবে।

ক্যাপস্টোন কী :-

ধানের সবথেকে ক্ষতিকর রোগ শীষ ঝলসা (Neck Blast)। শীষ ঝলসা-কে নিয়ন্ত্রক ক্যাপস্টোন।

ক্যাপস্টোন-এর সুবিধাসমূহ :-

¤ দ্বৈত প্রভাবী ক্রিয়া এবং রোগ বহনকারী জীবানুগুলোর সৃষ্টি রোধ করার কারণে দীর্ঘ সময় ধরে 'ক্যাপস্টোন'-এর প্রভাব থাকে।
¤ 'ক্যাপস্টোন'-এ উপস্থিত বিশেষ এডজুভেন্ট এর গতিবিধি বাড়ানোর ফলে এর কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
¤ 'ক্যাপস্টোন'-এ রয়েছে ফাইটোডাইনা বৈশিষ্ট্য যার দ্বারা এটা ফসলকে শস্য শ্যামলা করে রাখে।

ক্যাপস্টোন-এর ব্যবহার প্রণালী :-

¤ শীষ ঝালসা নিয়ন্ত্রণ করার জন্য পতাকা পাতা এবং থোড় আসার প্রাথমিক পর্যায়ে 'ক্যাপস্টোন'-এর ব্যবহার প্রয়োজন।
¤ মূল জমিতে ধান রোপণের ৫৫ থেকে ৬৫ দিন পরে যখন গাছে ১০ শতাংশ থোড় এসে যাবে তখন 'ক্যাপস্টোন' প্রয়োগ করতে হবে।
¤ একর প্রতি ৪০০ মিলিলিটার 'ক্যাপস্টোন', ২০০ লিটার জলের সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার পর 'ক্যাপস্টোন' গাছগুলোতে দ্রুত শোষিত হয়ে সমানভাবে ছড়িয়ে পড়বে।
বৃষ্টি হলেও 'ক্যাপস্টোন' ধুয়ে না যাওয়ার ফলে এটা দীর্ঘ সময় ধরে কার্যকারী থাকে। 

আজ সাংবাদিক সম্মেলনে 'রালিস ইণ্ডিয়া লিমিটেড'-এর তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে 'জাফু' ও 'ক্যাপস্টোন' কৃষক ভাইদের মুখে হাসি ফোটাতে সহায়ক হবে।




Comments