৩৭ তম বর্ষে পদার্পণ করল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ


এম রাজশেখর 

বারাসাত (২৪ জুন '২২):- আজ ৩৭ তম বর্ষে পদার্পণ করল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ।

১৯৮৬ সালের ২৪ জুন উত্তর ২৪ পরগনা জেলার জেলা পরিষদ-এর কার্যকলাপ শুরু হয়।

৫ টা মহকুমা, ৩৩ টা বিধানসভা কেন্দ্র, ২৭ টা পৌরসভা ও ১ টা ক্যান্টনমেন্ট বোর্ড, ২২ টা ব্লক এবং ৫২ টা থানা নিয়ে গঠিত উত্তর ২৪ পরগনা।

বর্ষপূর্তি অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ :


উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ-এর ৩৭ তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধনী মুহুর্তে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও জেলা সমাহর্তা শরৎকুমার দ্বিবেদী, জেলাপরিষদের সভাধিনেত্রী বীণা মণ্ডল সহ জেলা প্রশাসনের একঝাঁক আমলা ত্রিস্তরীয় পঞ্চায়েতের কর্মকর্তা ও সদস্য-সদস্যাবৃন্দ।

আজ উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের 'রবীন্দ্রভবন'-এ হর্ষোল্লাশের সাথে পালিত হল জেলা পরিষদের ৩৬ তম বর্ষপূর্তি উৎসব।

অনুষ্ঠানের অঙ্গ রূপে আজ বেশ কিছু ভূমিহীন মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়।

এর সাথে সাথে শারীরিকভাবে  অক্ষম ৫ জন ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়।

 পাশাপাশি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও মাদ্রাসায় উল্লেখযোগ্য ফল করার জন্য কয়েকজন কৃতি ছাত্রছাত্রীকেও সংবর্ধিত করা হয়।

 বিশেষ অতিথি  :


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভা নির্বাচনী ক্ষেত্রের সাংসদ অর্জুন সিং।

Comments