তনেইরা-র দুটো বিক্রয়কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করলেন ইমন চক্রবর্তী



হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২২ জুন '২২) :- আজ কোলকাতায় 'তনেইরা'(TANEIRA)-র দু'দুটো শাড়ি বিক্রয়কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করলেন স্বনামধন্য কণ্ঠ সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। ৯৫/১ বি, রাসবিহারী অ্যাভিনিউ-তে অবস্থিত 'তনেইরা'(TANEIRA)-র ২৫ তম বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ইমন ছাড়াও উপস্থিত ছিলেন 'তনেইরা' (TANEIRA)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অম্বুজ নারায়ণ সহ 'টাইটান কোম্পানী লিমিটেড'-এর আঞ্চলিক ব্যবসায়িক প্রধান (পূর্ব) অমিত ধারাপ।

বিক্রয়কেন্দ্রের ঠিকানা  :

আজ দুপুরে সাউথ সিটি মল-এর ভেতরে ৩১১ নম্বর দোকানে ১,২০০ বর্গফুট অঞ্চল জুড়ে অবস্থিত 'তনেইরা' (TANEIRA)-র ২৪ নম্বর বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটনের কিছু বাদে ৯৫/১বি, রাসবিহারী অ্যাভিনিউ-তে ৩,৮০০ বর্গফুট অঞ্চল যুক্ত 'তনেইরা'(TANEIRA)-র ২৫ তম বিক্রয়কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হল। 

'তনেইরা' (TANEIRA)-র অর্থ :

সংস্কৃত 'তন' অর্থাৎ শরীর ও ইরা (জ্ঞান, কলা, সঙ্গীত ও হস্তশিল্পের পৃষ্ঠপোষক দেবী সরস্বতী-র অপর নাম)-র নামানুসারে নামকরণ হয়েছে 'তনেইরা' অনেকে এই শব্দকেই 'তানায়রা' বা 'তনিয়েরা' রূপেও উচ্চারণ করে থাকেন।

'তনেইরা'(TANEIRA)-র সংক্ষিপ্ত পরিচয় :


'টাটা' গ্রুপের হীরা ও জহরত বিপনী-র নাম যেমন 'তানিস্ক' ঘড়ি বিপনীর নাম যেমন 'টাইটান', ঠিক সেইরকম শাড়ি বিপনীর নাম 'তনেইরা'(TANEIRA)।

'তনেইরা'(TANEIRA)-য় শাড়ির দাম :

'তনেইরা'(TANEIRA)-তে শাড়ির দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। এই মুহূর্তে কোলকাতার 'তনেইরা' (TANEIRA) বিক্রয়কেন্দ্রগুলো থেকে ২ লাখ টাকা দামের শাড়িও পাওয়া যাবে। 

উদ্বোধনী উপহার :

২৪ ও ২৫ তম বিক্রয়কেন্দ্রের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে টাটা গোষ্ঠীর অন্তর্গত 'তনেইরা'(TANEIRA)-র তরফ থেকে উদ্বোধনী উপহারের কথা ঘোষণা করা হয়েছে।

টাটা গোষ্ঠীর তরফ থেকে অমিত ধারাপ জানিয়েছেন, "আজ (২২ জুন) থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত যে সকল ক্রেতারা কোলকাতার 'তনেইরা'(TANEIRA) বিক্রয়কেন্দ্রগুলো থেকে ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকা বা তার গুণিতক মূল্যে শাড়ি কিনবেন, তাঁরা প্রতি ২০ হাজার টাকা কেনাকাটার উপর ০.২ গ্রামের একটা করে স্বর্ণমুদ্রা পাবেন।"


Comments