বিতর্কের অবসান হোক, শেরদিল : দ্য পিলিভিট সাগা সম্পূর্ণ এক মৌলিক ছবি : সৃজিত মুখার্জী



হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (২০ জুন '২২):- 'শেরদিল : দ্য পিলিভিট সাগা'-র প্রচারে এসে এই চলচ্চিত্রের পরিচালক সৃজিত মুখার্জী আজ স্পষ্ট ভাবে জানালেন, " বিতর্কের অবসান হোক, 'শেরদিল : দ্য পিলিভিট সাগা' সম্পূূর্ণ এক মৌলিক ছবি।"
আজ কোলকাতায় চলচ্চিত্রের প্রচার করতে এসে শ্রী মুখার্জী এই কথা বলেন।

আজ কী বললেন সৃজিত মুখার্জী :

বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে সৃজিত মুখার্জী আজ জানান-
১) সমস্ত বিতর্কের অবসান হোক।

২) 'শেরদিল : দ্য পিলিভিট সাগা সম্পূর্ণ এক মৌলিক ছবি।

৩) সংবাদ মাধ্যমে পরিবেশিত এক সংবাদ-কে অনুসরণ করে এই কাহিনী চিত্রের রূপকল্পনা করা হয়েছে।

৪) কোনো প্রাদেশিক চলচ্চিত্রকে একশো শতাংশ নকল করে বানানো হয়নি 'শেরদিল : দ্য পিলিভিট সাগা'।

এই চলচ্চিত্রের মূল বিষয় বস্তু :

দরিদ্র পীড়িত ভারতের এ এক মর্মস্পর্শী কাহিনী। বন ও বসতির সীমারেখায় থাকা এক হতদরিদ্র গ্রামের ততোধিক হতভাগ্য এক পরিবার ও পরিবারের অভাব অনটন এবং নিজেদের বাঁচিয়ে রাখার এক প্রচেষ্টার কাহিনী 'শেরদিল : দ্য পিলিভিট সাগা'।
এই কাহিনীচিত্রে 'গঙ্গারাম'-এর ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী।
গঙ্গারাম শুনেছিলেন গ্রামের কাউকে বাঘে খেলে পীড়িত পরিবার ও গ্রামকে বেশ কিছু আর্থিক সহায়তা দেয় সরকার ।
সরকার থেকে সুকৌশলে কিছু সুবিধা ছিনিয়ে আনার লক্ষ্যে, দরিদ্র পীড়িত গ্রামের ব্যক্তি রূপে একসময় নিজের জীবনকে শেষ করতে চান গঙ্গারাম।
গঙ্গারাম যখন নিজের জীবনকে শেষ করার জন্য বাঘের জন্য অপেক্ষা করছেন, তখন তাঁর সাথে দেখা হয় এক চোরাশিকারি জিম (নীরজ কবি)-এর। এর পরের অংশটাই এই কাহিনীচিত্রের মূল ঘটনা।

আজকের প্রচারাভিযান :

'শেরদিল : দ্য পিলিভিট সাগা'-র প্রচারাভিযানে অংশগ্রহণ করতে আজ কোলকাতায় এসে একযোগে মঞ্চ ভাগ করে নেন এই চলচ্চিত্রের পরিচালক সৃজিত মুখার্জী ও এই চলচ্চিত্রের চরিত্রাভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রমোদী দর্শকদের উদ্দেশ্যে পঙ্কজ-এর আবেদন, "আশা করব, এই রাজ্যের চলচ্চিত্র বোদ্ধা দর্শক ও সাধারণ চলচ্চিত্রমোদী দর্শকবৃন্দ এই কাহিনীচিত্র দেখবেন ও আমার চরিত্রাভিনয়কে সমর্থন করবেন।"


Comments