তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠছে সল্টলেক : দেবাশিস সেন

 

তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠছে সল্টলেক : দেবাশিস সেন


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৭ জুন '২২):- "তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে ধীরে ধীরে পছন্দের গন্তব্য হয়ে উঠছে সল্টলেক," বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম শীর্ষ আমলা তথা 'নবদিগন্ত ইণ্ডাস্ট্রিয়াল টাউনসিপ অথরিটি' (NDTA)-এর চেয়ারম্যান দেবাশিস সেন।
আজ কোলকাতার উপকণ্ঠে অবস্থিত সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স অঞ্চলে 'লার্সেন অ্যাণ্ড টুব্র ইনফোটেক' (LTI)- এর নিজস্ব 'স্যাটেলাইট সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে শ্রী সেন এই কথা বলেন।

স্যাটেলাইট সেন্টার-এর বিশেষত্ব :-

'লার্সেন অ্যাণ্ড টুব্র ইনফোটেক' (LTI)-এর দাবী অনুযায়ী -
👉🏻 নবনির্মিত 'স্যাটেলাইট সেন্টার' ৩০০ জনের বেশি কর্মচারীর জন্য সুসজ্জিত।
👉🏻 এই 'স্যাটেলাইট সেন্টার' ক্লাউড, ডেটা ও ডিজিট্যাল প্রযুক্তির জন্য লার্সেন অ্যাণ্ড টুব্র ইনফোটেক (LTI)- এর পরিষেবা প্রদান ক্ষমতাকে সমর্থন করবে।
👉🏻 ডোমেন-এ অভিজ্ঞতা লাভের জন্য মুখিয়ে থাকা স্থানীয় প্রতিভাদের সামনে দুর্দান্ত ক্যারিয়ারের সুযোগ এনে দেবে।

উদ্বোধক :-

লার্সেন অ্যাণ্ড টুব্র ইনফোটেক (LTI) - এর চিফ অপারেটিং অফিসার নচিকেতা দেশপাণ্ডে আজ সংস্থার নবনির্মিত 'স্যাটেলাইট সেন্টার'-এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পাণ্ডে-র সাথে ছিলেন সংস্থার চিফ হিউম্যান রিসোর্স অফিসার মনোজ শিকারখানে, ন্যাসকম (NASSCOM)- এর আঞ্চলিক প্রধান নিরুপম চৌধুরী এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম শীর্ষ পদাধিকারী দেবাশিস সেন।  

প্রভাব :-

স্যাটেলাইট সেন্টার পূর্ণোদ্যমে কাজ শুরু করার পর, তথ্য প্রযুক্তি পরিষেবা ক্ষেত্রে আরো বেশি কাজ আসবে বলে তথ্যাভিজ্ঞ মহলের আশা।  

 

Comments