হাওড়ার শরৎ সদনে হতে চলেছে এনএসএসএএআই-এর পঞ্চম জাতীয় সম্মেলন



 



হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৩ জুন '২২):- আগামী ১৬ জুন থেকে হাওড়ার শরৎ সদন-এর ১ নম্বর হলে শুরু হতে চলেছে 'ন্যাশনাল স্মল সেভিিংস এজেন্টস অ্যাসোসিয়েশন' সংক্ষেপে এনএসএসএএআই-এর পঞ্চম জাতীয় সম্মেলন।

সাংবাদিক সম্মেলনের মূল আলোচ্য বিষয় :-

আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত মহাসচিব সিঞ্চন চ্যাটার্জি জানান, "দুই দিনের এই জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করতে দেশের ২৩ টা প্রদেশ থেকে সংগঠনের কার্যকর্তারা আসছেন। সম্মেলনে  জাতীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ২২ টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর চর্চা হবে।"

আজ কোলকাতা প্রেস ক্লাবে সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলন সম্পর্কে সাংবাদিক সম্মেলন চলাকালীন সংগঠনের সর্বভারতীয় অধ্যক্ষ ও মহাসচিব যথাক্রমে পৃথ্বীশ ভট্টাচার্য এবং মনোজকুমার মিশ্র একযোগে জানিয়েছেন, "দীর্ঘদিন আমাদের সংগঠনের সদস্যগণ ভারত সরকারের ডাক বিভাগের মঙ্গল তথা উন্নতির জন্য পরিষেবা দিয়ে চললেও না তো কেন্দ্রীয় সরকার না তো পশ্চিমবঙ্গ সরকার কারো কাছ থেকেই কোনোরকম পরিচয়পত্র পাওয়া যায় নি, আর এরই ফলশ্রুতিতে কোরোনা অতিমারীর সময় আমাদের সদস্যদের বারংবার পুলিসি জুলুম সহ্য করতে হয়েছিল।"

সাংবাদিক সম্মেলনের শেষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকারের সময় সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সহসচিব মৌমিতা মণ্ডল একরাশ বিরক্তি প্রকাশ করে জানান, "দিন দিন সমস্ত দ্রব্য সামগ্রীর দাম যখন উর্ধগামী তখন এর বিপ্রতীপে আমাদের আয় ক্রমহ্রাসমান পদ্ধতিতে কেবলই অধোগামী।"

সংগঠন সম্পর্কে কিছু কথা :-

প্রসঙ্গত উল্লেখ্য, দেশব্যাপী ডাকঘরগুলোতে এনএসএসএএআই কর্মীদের মাধ্যমেই বিভিন্ন কর্ম সম্পাদন করে থাকে ভারতীয় ডাক বিভাগ।

কাজের জগতে কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ বিভাগের সাথে এঁরা ওতোপ্রতভাবে জড়িত থাকলেও পশ্চিমবঙ্গের বুকে এই সংগঠনের সদস্য-সদস্যাদের কাজ করার ছাড়পত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

কর্ম সুরক্ষা, সদস্য ও সদস্যাদের পরিচয়পত্র প্রদান সহ ২২ টা জ্বলন্ত বিষয় নিয়ে চর্চা করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোলকাতায় আসছেন সংগঠনের সদস্য ও সদস্যগণ। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে ডাক বিভাগের অধীন স্বল্প সঞ্চয় এজেন্ট রূপে কাজ করছেন প্রায় ৫ লাখ ৫০ হাজার নরনারী, তারমধ্যে দেশের ৩০০ জেলায় এই সংগঠনের সদস্য রয়েছেন ২৫ হাজারের আশেপাশে। এই ২৫ হাজারের একটা অংশই কেবল অংশগ্রহণ করবেন সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলনে। 

কী হবে পঞ্চম জাতীয় সম্মেলনে :- 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, "এনএসএসএএআই-এর পঞ্চম জাতীয় সম্মেলনে এবার কোনো সাংগঠনিক নির্বাচন হচ্ছে না, সংগঠনের যে পদাধিকারীগণ যে পদে রয়েছেন তাঁরা সেখানেই থাকবেন। তবে সংগঠনের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো কয়েকজনকে উল্লেখ যোগ্য স্থানে চয়নের সম্ভবনা আছে।"

 


Comments