সামাজিক সহযোগিতা না থাকলে ব্যক্তিগত মেধারও স্ফূরণ হয় না : ডঃ গর্গ চ্যাটার্জি



হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২১ জুন '২২):- "সামাজিক পরিকল্পনা, পরিকাঠামো ব্যতিরেকে ব্যক্তি মেধারও স্ফূরণ ঘটেনা," বলে আজ নিজস্ব মন্তব্য ব্যক্ত করলেন আইএসআই-এর অধ্যাপক ডঃ গর্গ চ্যাটার্জি।

ডঃ চ্যাটার্জি আজ কোলকাতার 'মহাবোধি সোসাইটি হল'-এ অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন 'ক্লাস রুট' (Class Route)-এর এক অনুষ্ঠানে এসে এই কথা বলেন।

সংগঠনের সংক্ষিপ্ত ইতিবৃত্ত :

সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের সহযোগিতার লক্ষ্যে গঠিত হয়েছে এই 'ক্লাস রুট'।

ডঃ চ্যাটার্জি-র মূল বক্তব্য :

"প্রাথমিক বিদ্যালয় না থাকলে কেউ যেমন পরিপূর্ণভাবে প্রাথমিক শিক্ষাটাই পাবে না, ঠিক তেমন সামাজিক পরিকল্পনা ও পরিকাঠামোর অভাব থাকলে ব্যক্তির নিজস্ব মেধা-র সার্বিক স্ফূরণের ক্ষেত্রেও অন্তরায় উৎপন্ন হয়।

প্রতিটা ব্যক্তির উন্নতির পেছনেও অদৃশ্য ভাবে উপস্থিত থাকে সামাজিক সহযোগিতার এক নীরব কাহিনী।

ব্যক্তি মেধা-র স্ফূরণের ক্ষেত্রেও তাই সামাজিক সহযোগিতার ঘটনাকে অস্বীকার করা যায় না।"   

অনুষ্ঠানের অঙ্গ 

সরকারী ভাবে 'ক্লাস রুট'-এর পথ চলা শুরুর মুহুর্তে আজ কোলকাতার কলেজ স্ট্রিট চত্বরের 'বই বাজার'-এর বই বিক্রেতাদের হাতে টি-শার্ট তুলে দেয় 'ক্লাস রুট' কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ডঃ চ্যাটার্জি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের যশস্বী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 


Comments